রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ পালন করা হয়েছে। রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের তথ্য অধিকার দিবসের স্লোগান রাখা হয় ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’।
রবিবার তথ্য অধিকার দিবসকে সামনে রেখে রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলমের নেতৃত্বে এই র্যালিতে উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ অংশ নেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মো. শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
বাংলা৭১নিউজ/এসএইচ