বাংলা৭১নিউজ,পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রিন সিটিতে বিদ্যুৎস্পর্শে জালেস্কি ভারডিজিম (৩৩) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গ্রিন সিটির ৩নং বিল্ডিংয়ের ১৪ তলার ১৪৪ নং রুমে এ দুর্ঘটনা ঘটে।নিহত জালেস্কি ভারডিজিম রূপপুর পারমাণবিক প্রকল্পের রোসেম লিমিটেডে কর্মরত রাশিয়ান শ্রমিক।
রূপপুর পারমাণবিক প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান রোসেম লিমিটেডের দোভাষী মুজিবুর রহমান জানান, রাশিয়ান প্রদেশের বেলারুশের নাগরিক জালেস্কি গত এক বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত।
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রিন সিটির ৩ নাম্বার বিল্ডিংয়ের ১৪ তলার ১৪৪ নম্বর কক্ষে ডাইনিংয়ের কমন স্পেসের সঙ্গে বাথরুমের ফ্লোরে পানি পড়ছে দেখে তিনি সেখানে যান।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে বাথরুমের ফলস ছাদে মাথা ঢুকিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে অন্য সহকর্মীরা সকাল সাড়ে ৯টার দিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এসএইচ