নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ভোলাবো এলাকার কেবিএম ইটভাটার ইটবাহী অবৈধ পরিবহণের চাপায় হৃদয় মিয়া (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হৃদয় মিয়ার বাসা রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায়।
এদিন সকাল ১০টার দিকে একই সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-৩৬-২৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে গোলাম রহমানের ছেলে এবাদুল্লাহ (৬৮) ও ফালাইনার ছেলে রাম দাস (৬৫) নিহত হন।
নিহতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায়। এবাদুল্লাহ প্রাতঃভ্রমণে ও রাম দাস বাজার করতে এসে এ দুর্ঘটনায় পড়েন। প্রাইভেটকারের চালক রনিকে (২৮) আটক করা হয়েছে।
এ সময় আহত হয়েছেন- আবু তাহের (৪৮), রাধা মোহন (৬২), সামাতল সরকার (৫২), সৌরব সরকার (২৮) ও অনিক (২৬)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইটবাহী অবৈধ ইছারমাথা পরিবহণ জব্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএকে