বাংলা৭১নিউজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেলিম মিয়া (৩৩) নামে এক মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম। সোমবার (৫ জুন) দুপুর ২ টার দিকে এ দন্ড প্রদান করা হয়। মাদকসেবী সেলিম মিয়া গন্ধর্বপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরুল জানান, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। মাদকের টাকার জন্য বিভিন্ন সময় তার মা-বাবাকে নির্যাতন করতো। তার মা-বাবা নির্যাতন সহ্য করতে না পেরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর মাদকসেবী ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার রূপগঞ্জ থানা পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেন। রূপগঞ্জ থানা পুলিশ সোমবার দুপুরে মাদকসেবী সেলিমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। পরে আদালত ঐ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তকে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস