সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে ২৫ লাখ ডলার আয় হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ বাহাত্তরের সংবিধান নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ এবার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে জবির প্রধান গেটে তালা চট্টগ্রামে ডাকাতি-মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত বাড়িতে ঢুকে উল্টে গেলো ট্রাক, ঘুমন্ত নারী নিহত ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে দৈনিক সাশ্রয় ৫২ লাখ টাকা জামায়াতের আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু সালমানপুত্র শায়ান কাফরুল থানায় করা হত্যা মামলায় কারাগারে কামাল মজুমদার বিধ্বস্ত রিয়াল, সুপার কাপ বার্সার ঘরে চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও ক্যাডেট এসআইদের অবস্থান কর্মসূচি চ্যাম্পিয়নস ট্রফির ৮ দলের স্কোয়াড

রূপগঞ্জে বাস ও পুলিশের লেগুনার মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের ডিউটিরত একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষে পুলিশসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন, রূপগঞ্জ থানার কনস্টেবল মনিরুজ্জামান মনির (২৫), মনিরুজ্জামান মনির ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার হরিপুর দেওরী এলাকার মৃত আব্দুল মান্নান আকন্দের ছেলে ও লেগুনা চালক জাহাঙ্গীর মিয়া (৩২), জাহাঙ্গীর মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাতারপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে।
আহতরা হলেন, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম। এদের মধ্যে দ্বীন ইসলামকে নারায়ণগঞ্জ পুলিশ হাসপাতালে ও একেএম সাইদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামানসহ পুলিশ সদস্যরা একটি লেগুনা গাড়ি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে টহলরত অবস্থায় ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ভুলতাগামী পুলিশের টহলরত লেগুনার মুখোমুখী সংঘর্ষ বেঁধে যায়। এতে করে লেগুনা গাড়িটি ধুমরে-মুচরে যায়।

rupgonj pho 1 dt 22.06.2017

ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান মনির ও লেগুনা চালক জাহাঙ্গীর মিয়া নিহত হন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম গুরুতর আহত হন। ঘটনার পরই বাস চালক-হেলপার পালিয়ে যায়।
এদিকে, বাস-লেগুনা সংঘর্ষের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা সরিয়ে যানজট নিরসন করেন পুলিশ প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়কের এক পাশের একটি গাছে বাসটি আটকে যাওয়ায় খাদে পড়েনি। যার ফলে বাসে থাকা যাত্রীরা বেঁচে যায়।
অপর দিকে, পুলিশ সদস্য নিহত হওয়ার সংবাদে রূপগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আবুল কালাম, পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, এ এস পি (ট্রাফিক) আব্দুর রশিদসহ আরো অনেকে।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com