নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হক (৩৮) নামে এক চালককে ধারাল অস্ত্র দিয়ে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়েছে হত্যাকারীরা।
হত্যাকাণ্ডের ঘটনায় ধারাল অস্ত্র, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অটোরিকশা ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন।
নিহত আব্দুল হক উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। পুলিশ বুধবার দুপুরে উপজেলার ইসলামবাগ কালী এলাকার হাজী আক্রম আলীর কাঠবাগান থেকে আব্দুল হকের লাশ উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কালি এলাকার আলী হোসেনের ছেলে শাহজাহান, ডুলুরদিয়া এলাকার মুমিন মোল্লার ছেলে রাজিব, ইসলামবাগ এলাকার আহমদ বেপারির ছেলে মাসুদ, আবুল হোসেনের ছেলে ইমন, টেংরাটেক এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মোহাম্মদ আলী।
এ ব্যাপারে নিহত চালক আব্দুল হকের বড় ভাই ফজর আলী বলেন, তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আব্দুল হকের স্ত্রীসহ দুটি ছেলে সন্তান রয়েছে, তাদের কী হবে। ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ