বাংলা৭১নিউজ,রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: নারায়াণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গত বছরে দিয়াবাড়িতে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। একটি চক্রই এর পেছনে সক্রিয় থাকতে পারে।
আজ শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ নম্বর সেক্টরে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, দুটি স্থানে একই কৌশলে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখা হয়। অস্ত্রগুলো দেখে মনে হচ্ছে এগুলো সক্রিয়, সচল ও সয়ংক্রিয়। ধারণা করছি এগুলো দুই তিনমাস আগে এখানে রাখা হয়েছে।
জঙ্গি সংশ্লিষ্ট রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন আস্তানায় যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে তার সঙ্গে এই অস্ত্রের মিল নেই। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত নারায়ণঞ্জে রূপগঞ্জে অভিযান চালিয়ে ৬৩টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, পাঁচটি পিস্তল, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এগুলো বিশেষভাবে মুড়িয়ে প্রাস্টিকের ব্যাগে ভরে দড়ি দিয়ে এসব অস্ত্র গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস