সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বাড়ল রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’

রুহানিকে স্বাগত জানালেন কোবিন্দ-মোদি: সুষমার সঙ্গে বৈঠক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৪৩ বার পড়া হয়েছে
ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান রাম নাথ কোবিন্দ ও নরেন্দ্র মোদি।

বাংলা৭১নিউজ ডেস্ক: নয়া দিল্লিতে আজ (শনিবার) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ বার তোপধ্বনির মাধ্যমে ড. রুহানিকে প্রেসিডেন্ট ভবনে স্বাগত জানানো হয়। এসময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

গান্ধীর সমাধিতে রুহানির শ্রদ্ধা।

গান্ধীর সমাধিতে রুহানির শ্রদ্ধা।

ড.  হাসান রুহানি সাংবাদিকদের সামনে ইরান ও ভারতকে এশিয়ার দু’টি গুরুত্বপূর্ণ দেশ উল্লেখ করে পারস্পারিক সম্পর্কের সম্প্রসারণের ফলে উভয় দেশের জনগণ উপকৃত হবে এবং বিশেষ করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য তা লাভদায়ক হবে বলে মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক।

সুষমার সঙ্গে রুহানির বৈঠক

ইরানের প্রেসিডেন্ট রুহানি আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এসময় উভয় নেতা পারস্পারিক আগ্রহের বিষয়ে আলোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেন।

ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা।

ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা।

তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ বৈঠকে দ্বিপক্ষীয় সংলাপসহ আঞ্চলিক ইস্যুতে অন্য ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া তিনি থিংক ট্যাঙ্ক ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’-র এক বৈঠকেও ভাষণ দেবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত বৃহস্পতিবার ভারত সফর শুরু করেন।

বৃহস্পতিবার তিনি তেহরান থেকে হায়দারাবাদে পৌঁছান। সেখানে দুই দিন অবস্থানের পর আজ রাজধানী নয়া দিল্লি পৌঁছেছেন। হায়দারাবাদে গতকাল জুমার নামাজে ভাষণ দেয়ার পাশাপাশি ভারতীয় আলেমদের সঙ্গে বৈঠক করেছেন।

4bpm4170ff7b8311fcc_800C450

রুহানির সঙ্গে ইরানের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধি দল রয়েছে। এরইমধ্যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠক করেছেন। এ সময় ড. রুহানি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।

দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গোটা অঞ্চলের জন্যই কল্যাণ বয়ে আনবে বলে তিনি জানান। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চান।

বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com