বাংলা৭১নিউজ, ডেস্ক: রাশিয়ার একটি সাবমেরিনকে ইংলিশ চ্যানেলের কাছে বাধা দিয়েছে ব্রিটেনের নৌবাহিনী। সাবমেরিনটি ব্রিটেনের দিকে যাচ্ছিল বলে ব্রিটিশ গণমাধ্যম খবর দিয়েছে।
উত্তর সাগরের ওই এলাকায় এই প্রথম রাশিয়ার কোনো সাবমেরিনকে দেখা গেল। এলাকাটি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। ব্রিটিশ গণমাধ্যম বলছে, রাশিয়ার ‘দ্যা স্টারি ওসকোল’ সাবমেরিনটিকে ব্রিটেনের এইচএমএস কেন্ট ফ্রিগেট এসকর্ট দিয়ে ইংলিশ চ্যানেল পার করে দেয়।
এইচএমএস কেন্ট ফ্রিগেটের কমান্ডার ড্যানিয়েল থমাস বলেছেন, ন্যাটো জোটের সম্মিলিত চেষ্টায় রুশ সাবমেরিনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। গত মাসে ব্রিটিশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি ফ্রিগেটকে বাধা দিয়েছিল।
সম্প্রতি, রাশিয়ার সীমান্তে ন্যাটো সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে সামরিক এ জোটের উত্তেজনা তুঙ্গে উঠেছে। মস্কোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বার বার বলছেন, ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সংঘাত বাধানোর চেষ্টা করছে। তবে যেকোনো ধরনের উস্কানির জবাব দেয়া হবে বলে মস্কো সতর্ক করেছে।
বাংলা৭১নিউজ/পার্সটুডে