বাংলা৭১নিউজ ডেস্ক: ৫৯ জনকে খুনের দায় স্বীকার করেছে এক সাবেক রাশিয়ান পুলিশ। ২০১৫ সালে অভিযুক্ত ব্যক্তিকে ২২ নারীকে হত্যার দায়ে আটক করা হয়। সোমবার ওই ব্যক্তি আদালতে ৫৯ জনকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে। খবর এনডিটিভির।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম মিখাইল পভকভ। তিনি রাশিয়া একজন সাবেক পুলিশ কর্মকর্তা। ১৯৯২ থেকে ২০০৭ সালে তিনি এসব হত্যাকাণ্ড চালান বলে জানানো হয়। পুলিশ বাহিনীতে কাজ করার সময় পেভকভ বিভিন্ন নারীদের ‘লেট নাইট’ ভ্রমণের জন্য ডাকতেন। তখনই তাদের ধর্ষণ করে হত্যা করতেন।
দেশটির আদালত জানায়, পেভকভ একজন পেশাদার সিরিয়াল কিলার। মানুষ হত্যা করা তার একধরণের নেশা হয়ে দাড়িয়েছিল। হত্যাকাণ্ডের সময় তিনি ১০জন নারীকে ধর্ষণও করে। বলা হচ্ছে তিনি রাশিয়ার শীর্ষ সিরিয়াল কিলার।
পেভকভ ৫৯ জন কে খুনের কথা স্বীকার করেছে কিন্তু দেশটির আদালত ৫৬ জনকে খুনের প্রমাণ পায়।
বাংলা৭১নিউজ/এস এইস