রাশিয়া তার নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ নির্দেশনা জারি করে।
কানাডায় রুশ নাগরিকদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটায় মস্কো এ পদক্ষেপ নিয়েছে।খবর আরব নিউজের।
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার সবচেয়ে বেশি সমালোচনা করেছে কানাডা।রাশিয়ার অসংখ্য ব্যক্তি ও শত শত প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি মস্কোর সঙ্গে সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিয়েছে কানাডা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কানাডায় আমাদের নাগরিকদের ওপর বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।এর পরিপ্রেক্ষিতে আমাদের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে কানাডা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি