বাংলা৭১নিউজ, ডেস্ক: ওয়ানডেতে জো রুটের টানা চতুর্থ অর্ধশতকে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংলিশদের এটি দ্বিতীয় জয়।
ওডিআইতে টানা চার অর্ধশতক করার রেকর্ড আছে তামিম ইকবালেরও। কেভিন পিটারসেনের আছে নয়টি। ম্যারকস ট্রেসকোথিকের আছে ১২টি।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে পাকিস্তান।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দলটি। দুই রান তুলতেই তারা তিন উইকেট হারিয়ে ফেলে। এরপর দলকে টেনে তোলেন সরফরাজ আহমেদ। ১০৫ রান করে আউট হন তিনি। ওডিআই ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
পরে ইমাদ ওয়াসিম ৬৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া বাবর আজম ৩০ ও শোয়েব মালিক ২৮ রান করেন। ইংল্যান্ডের পক্ষে মার্ক উড ৩টি, ক্রিস ওয়েকস ৩টি, লায়াম প্লানকেট ২টি ও আদিল রশীদ ১টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে দ্বিতীয় বলে জ্যাসন রয়কে ফিরিয়ে আশা জাগান আমির। কিন্তু ধীরে ধীরে ম্যাচের চিত্র পাল্টে দেন ইংলিশ ব্যাটসম্যানরা। জো রুট ও মরগানের জুটিতে ম্যাচ বের করে নেয় ইংল্যান্ড। ম্যাচসেরা রুট আউট হন ৮৯ রানে আর মরগান করেন ৬৮। ৪২ রান করেন স্টোকস। শেষ দিকে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন মঈন আলী (২১) ও ক্রিস ওকস (৭)।
বাংলা৭১নিউজ/সিএইস