মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

রিমান্ডে সাফাত-সাকিফ : রেইনট্রির ঘটনা পরিকল্পিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৪ মে, ২০১৭
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বনানীর দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

পূর্ব পরিকল্পনা থেকেই ওই হোটেলে শাফাতের বন্ধু মাহিন হারুন দুটি রুম বুকিং দেন।

রিমান্ডের প্রথম দিনে পুলিশের কাছে এ তথ্য জানিয়েছে ওই ঘটনায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাকিফ। এর আগে আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার সকাল থেকে তাদের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট ও ইনভেস্টিগেশন ডিভিশন।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই তরুণীকে ধর্ষণের পরিকল্পতা আগে থেকেই করে রেখেছিলেন সাফত ও তার বন্ধুরা। এ জন্য সাফাতের জন্মদিনের উপলক্ষটাকে তারা বেছে নেন। এ ছাড়া ওই হোটেলে দুটি রুম সাফাতের বন্ধু ও হোটেলের মালিকের ছেলে মাহিনের মাধ্যমে ভাড়া নেওয়া হয়। যেন এ বিষয়ে তাদের কেউ সন্দেহ না করে এবং কেউ কিছু জিজ্ঞাসা না করে।

সূত্র জানায়, রিমান্ডে তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা আগেও তারা ঘটিয়েছেন। তবে অন্যদেরকে তারা হুমকি-ধমকি দিয়ে থামিয়ে রেখেছিলেন। এই দুই তরুণীকেও তারা ভয়ভীতি দেখিয়েছিলেন।

ভিডিওর বিষয়টি অস্বীকার সাফাত-সাকিফের
২৮ মার্চ রাতে দ্য রেইন ট্রি হোটেলে ধর্ষণের ঘটনা ভিডিও করিয়েছিলেন সাফাত, আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছিলেন ভিকটিম দুই তরুণী। তবে পুলিশী রিমান্ডে বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। তারা বলছেন, ওই রাতে তারা কোনো ভিডিও করেননি। এমনকি গ্রেপ্তার হওয়ার সময় তাদের কাছ থেকে যে মোবাইল ফোনগুলো জব্দ করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ সেগুলোতেও কোনো ভিডিও পাওয়া যায়নি।

তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, অভিযুক্তরা যেহেতু ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন সেহেতু তারা ভিডিওও করতে পারে। গ্রেপ্তার হওয়ার আগে হয়ত তারা এটি ডিলিট করে দিয়েছেন। তবে প্রমাণ রাখার জন্য তারা তাদের কোনো বন্ধুর কাছে এগুলো শেয়ার করতে পারেন। এ জন্য তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্স, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ চেক করা হবে। প্রয়োজনে এ বিষয়ে সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তা নেওয়া হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ইসমত আরা জানান, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিশেষ করে তারা এ ধরনের আরো বেশ কয়েকটি অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন।

গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ নিজের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে যান বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দুই তরুণীকে। সেখানে অস্ত্রের মুখে তাদের হোটেল কক্ষে আটকে ধর্ষণ করা হয়। ঘটনার ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তারা হলেন- সাফাত আহমেদ, সাদনান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী (অজ্ঞাত)।

অভিযুক্তদের মধ্যে সাফাত ও সাদমান গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার হন। পরে শুক্রবার ঢাকার একটি আদালত সাফাতকে ছয় দিন ও সাকিফকে ছয় দিনের রিমান্ডে দেন। এখনো পুলিশের নাগালের বাইরে রয়েছেন মামলার দুই নম্বর অভিযুক্ত নাঈম, বিল্লাল ও দেহরক্ষী।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com