বাংলা৭১নিউজ,মাদারীপুর: মাদারীপুরে কলেজ শিক্ষককে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার গোলাম সাইফুল্লাহ ফাহিম গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন। পুলিশ বলছে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়। শুক্রবার রাতে সদর উপজেলার বাহাদুরপুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী গতরাতে ওই এলাকায় অভিযান চালায় তারা। ঘটনাস্থলে পৌঁছালে গোলাম সাইফুল্লাহ ফাহিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে, বাকিরা পালিয়ে গেলেও ফাহিম নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল শুনানি শেষে ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত বুধবার মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর আহত করে ৩ দুর্বৃত্ত। হামলা করে পালিয়ে যাওয়ার সময় গোলাম সাইফুল্লাহ ফাহিমকে আটক করে এলাকাবাসী।
বাংলা৭১নিউজ/এসএইস