বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধি: বরগুনায় রিফাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পটুয়াখালী থেকে কামরুল হাসান সাইমুম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পটুয়াখালী শহরের গালর্স স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইমুম বরগুনা শহরের স্টেডিয়াম এলাকার কাওছার হোসেনের ছেলে। তিনি এলাকায় নয়ন বন্ড বাহিনীর সঙ্গে চলাফেরা করেন বলে স্বীকার করেছেন। সাইমুমকে বর্তমানে পটুয়াখালী সদর থানার হেফাজতে রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাইমুমকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বরগুনা থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে রিফাত হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রিমাণ্ডে নেওয়া হয়েছে। ওই তিনজনের মধ্যে চন্দন ও হাসানের ৭ দিন এবং নাজমুল হাসানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল তাদের রিমান্ডে পাঠান।
বাংলা৭১নিউজ/আরএস