ইতিহাসে এই প্রথমবার অন্য রাষ্ট্রকে ডলার ধার দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংক এমনটাই জানিয়েছে। জানা গেছে, শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ধার দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাহিদার তুলনায় ঘাটতিতে রয়েছে শ্রীলঙ্কা। ঘাটতি মেটাতে বাংলাদেশের কাছে বৈদেশিক মুদ্রা ধার চেয়েছে শ্রীলঙ্কা। এর পরিপ্রেক্ষিতে দেশটিকে ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলার দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন সরকারের অনুমতি পেলেই শ্রীলঙ্কাকে এই ডলার ধার দেয়া হবে। লাইবর রেটের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদের হার ধরে এই অর্থ শ্রীলঙ্কাকে তিন মাসের জন্য দেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মুদ্রা বিনিময়ের (কারেন্সি সোয়াপ) আওতায় শ্রীলংকাকে সহায়তার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এধরনের বিনিময় বাংলাদেশের জন্য প্রথম হলেও বিশ্বস্বীকৃত এ পদ্ধতিতে তেমন ঝুঁকি নেই।
বাংলা৭১নিউজ/এএফ