টাঙ্গাইলের দেলদুয়ারে পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ (৩৫) এবং সদর উপজেলার খারজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। তারা সম্পর্কে মামা ভাগ্নে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস।
তিনি বলেন, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে ওই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীদের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে তাদের মুত্যু হয়। দেলদুয়ার থানা পুলিশ ও টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন বলেন, ওই ট্যাংক থেকে ফায়ারসার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/বিএফ