রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। পরে জরুরি ভিত্তিতে ওই নারীকে রংপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এখন পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তার ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের গেন্ডারিয়া এলাকার মনসুর আলীর মেয়ে।
রংপুর কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বলেন, ওই নারী চার্জার রিকশা করে বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোয়ার হোসেন আরও বলেন, জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম ও ঠিকানা পাওয়া গেলেও পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জিকে