বাংলা৭১নিউজ, হারুনুর রশিদ,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে শীতের আমেজ না থাকায়, শুরু হয়েছে বিদ্যুতের মেরাথন লোডশেডিং। একারণে বাড়ছে জনদুর্ভোগ। প্রতিদিন গড়ে ৮-১০ ঘন্টা লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ছাড়াও চলছে বিদ্যৎ বিভ্রাট। যা প্রতিদিনের নিয়মে প্রতিনিয়ত হয়েছে বললে অত্যুক্তি হবেনা।
রায়পুর শহরের কিছু অংশসহ ২-৩ টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে চাঁদপুর থেকে। অন্য এলাকাগুলোতে রামগঞ্জের পানপাড়া সাবস্টেশন থেকে বাকি ৫টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। যা মূলত নোয়াখালীর চৌমহুনী গ্রিড থেকে পানপাড়া সাব স্টেশন থেকে রায়পুরের পৌর শহরের বিশাল অংশ বাদ দিয়ে কেরোয়ার মোল্লার হাট, লুধুয়া, চরমোহনা, বামনী এবং সোনাপুর ইউপি’তে সরবরাহ হচ্ছে। প্রায় পৌণে ৪ লাখ জনঅধ্যুষিত উপজেলার বেশিরভাগ গ্রাহক এবং জনগণ বসবাস করেন। অথচ এ এলাকাগুলোতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হয় বিদ্যুতের লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাট চলছে। বিদ্যৎ লাইনে সমস্যা, ভাংগা চুরা খুঁটি,জরাজির্ণ তার এব প্রায়ই তার জ্বলে যাওয়া, আর যে কারণেই প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে। মানুষের ফ্রিজের খাবার পঁচে গলে যাচ্ছে। গ্রাহকদের দুর্ভোগ চরমে।
এ নিয়ে স্থানীয় জোনাল অফিস উল্লিখিত কথা স্বীকার করেন। সাধারণ মানুষের বক্তব্য, যে কারণে রাতের বেলায় চোরের উপদ্রব বেড়েছে। কবে নাগাদ এর উত্তরণ হবে গ্রাহক তার অপেক্ষায় রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস