বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ফারিয়া আক্তার নামে (দেড় বছর) এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ ছাড়া স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে ফারিয়া পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ পুকুর থেকে তুলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশু একই এলাকার ব্যবসায়ী জহির আহাম্মদের মেয়ে।
অন্যদিকে বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে অভিমান করে আমেনা আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পৌরসভার উত্তর রায়পুর গ্রামে।
নিহত গৃহবধূ একই এলাকার ব্যবসায়ী আজাদ হোসেনের স্ত্রী।
পৃথক এ ঘটনায় শুক্রবার সকালে রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রায়পুর থানার ওসি (তদন্ত) সোলায়মান হোসেন বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা আমাদের জানা নেই। তবে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এলএ