নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ইউপি সদস্যসহ ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেতিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলাশতলী ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম নামে এক নারী। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে অপর সমর্থক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল।
গত উপজেলা পরিষদ নির্বাচনে সেটা আরো তীব্র হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার ভোরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আবিদ হাসান রুবেলের সমর্থক মানিক মিয়া ও কল্পনা বেগম মারা যান। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, ‘‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।’’
বাংলা৭১নিউজ/এসএইচ