রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোছা. মেঘনা (২০) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মেঘনার স্বামী নাঈম বলেন, প্রেস ক্লাব এলাকায় রাস্তা পারাপারের সময় সদরঘাট থেকে আসা একটি বাস দ্রুত গতিতে আমার স্ত্রীর পেটের ওপর দিয়ে চাপ দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আমার স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, তার স্ত্রীর বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকায়। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের ফুটপাতে থাকতেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ