বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ায় আনুমানিক ১২ যাত্রী আহত হয়েছেন। বুধবার সেনবাগ রাস্তার মাথার পশ্চিমে এবি ফুডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা পরিবহনের বেপরোয়া গতির ওই বাসটি অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে কোনো যাত্রীর মরদেহ পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় হতাহতের সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। ধারণা করছি দুর্ঘটনায় ১২ যাত্রী আহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এমএস