বাংলা৭১নিউজ, লক্ষ্মীপুর প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ঢাকা আদাবর থানা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ পাইনকে (৬৮) বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় রামগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার বিকেল সোয়া ৪ টায় অসুস্থ জনিত কারণে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লা….. রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাত ৯ টায় আদাবরে প্রথম জানাযা, বৃহস্পতিবার সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে গার্ড অব অনার শেষে দ্বিতীয় জানাযা এবং সকাল ১১ টায় উপজেলার উত্তর চন্ডিপুর পাইনের বাড়ীতে তৃতীয় জানাযার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় ।
পৃথক পৃথক জানাযার নামাজে রামগঞ্জ আসনের এমপি বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এমএ আউয়াল,রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. সফিক মাহমুদ পিন্টু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র মোঃ আবুল খায়ের পাটওয়ারী, ইউএনও মোহাম্মদ আবু ইউসুফ, থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী পৌর আওয়ামীলীগের সহ সভাপতি হাজী জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার সালেহ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা মফিজুল হায়দার চৌধুরী, আবুল বাশার, গোলাম সরোয়ার মন্টু সহ অসংখ্য নেতৃবৃন্দ অংশ গহন করেন।
বাংলা৭১নিউজ/জেএস