বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দু’দিনের সফরে বুধবার বিকালে বাগেরহাটের মংলা বন্দরে যাচ্ছেন। বিকালে রাষ্ট্রপতি খুলনা থেকে হেলিকপ্টারযোগে সন্ধ্যা ৭টায় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভষণ দিবেন। মোংলা বন্দরে রাতে অবসর যাপন শেষে পরদিন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাহাজ যোগে মংলা বন্দর ও বন্দরের চ্যানেল এলাকা পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত রাষ্ট্রপতির কার্যলয়ের আপন বিভাগের পাঠানো মহামান্য রাষ্ট্রপতির সফরসূচি থেকে এ তথ্য জানাগেছে।
মোংলা বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান বিএন জানান, দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে যোগদান নতুন মাত্রা পেয়েছে। মোংলা বন্দরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বুধবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মোংলা বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রথমে বৃক্ষ রোপর করবেন। মোংলা বন্দর চেয়ারম্যানের স্বাগত বক্তব্যের পর মোংলা বন্দরের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনের পর নৌপরিবহন মন্ত্রীসহ স্থানীয় এমপি বক্তব্য রাখবেন। ডিজিটাল পদ্ধতিতে প্রকল্পসমুহের ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে উদ্ধোধন করবেন রাষ্ট্রপতি। প্রধান অতিথির ভাষণ শেষে রাষ্ট্রপতি মোংলা বন্দরের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উপলক্ষে কেক কাটবেন। এরপর রাতে তাঁর সম্মানে দেয়া মোংলা বন্দরের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন রাস্ট্রপতি। মোংলা বন্দরে রাত্রিযাপন শেষে পরদিন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাহাজ যোগে মোংলা বন্দর ও বন্দরের চ্যানেল এলাকা পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।
বাংলা৭১নিউজ/জেএস