মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিউবার রাজপথে ফিলিস্তিনপন্থি মিছিল, নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড আবেদন পিএসসির চেয়ারম্যান ও চার সদস্যের শপথ হজ ব্যবস্থাপনায় দুই কমিটি গঠন কাপ্তাইয়ে দুই স্কুল, এক মাদ্রাসায় বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বই পড়া’ চালু ঘানার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ বাংলাদেশের রোবট তৈরি করে নবম শ্রেণির ছাত্রের চমক সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার ছাত্র আন্দোলনে রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছে সরকার: শ্রম উপদেষ্টা দ্রুত ক্ষমা না চাইলে জাতীয় পার্টির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন স্বাস্থ্য উপদেষ্টার ওপর ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম রাখাইনে গোলাগুলি সেন্টমার্টিনে খাদ্যসংকট কাটলেও কাটেনি আতঙ্ক ১১২ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান তথ্য অধিদপ্তরের পাবনায় মদপানে প্রাণ গেলো দুই বন্ধুর সারজিস-হাসনাত আব্দুল্লাহকে রংপুরে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন শ্রদ্ধা ঢাকার আদালতে ৬৬৯ পিপি-জিপি নিয়োগ

রাষ্ট্রপতির কাছে সাত দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে নবনিযুক্ত ৭টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গভবনে গিয়ে তারা পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গোলিয়ার নতুন রাষ্ট্রদূত GANBOLD Dambajav (গানবোল্ড দামবাজাভ), উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রদূত Slobodan Uzunov (স্লোবোডান ইউযোনোব), পেরুর রাষ্ট্রদূত JAVIER MANUEL PAULINICH VELARDE (জাভিয়ের ম্যানুয়েল পাওলিনিচ ভেলার্দে), স্লোভাক রিপাব্লিকের রাষ্ট্রদূত Robert Maxian (রবার্ট ম্যাক্সিয়ান), স্লোভেনিয়ার রাষ্ট্রদূত Mateja Vodeb Ghosh (মাতেজা ভোদেব ঘোষ), উরুগুয়ের রাষ্ট্রদূত Alberto A. Guani (আলবার্তো এ গুয়ানি) এবং ভেনেজুয়েলার রাষ্ট্রদূত CAPAYA RODRIGUEZ GONZÁLEZ (কাপায়া রদ্রিগুয়েজ গনজালেজ) রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে।

নতুন রাষ্ট্রদূতদের  স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিন তাদের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা  তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবকাঠামো, জ্বালানি ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে নতুন রাষ্ট্রদূতদের আহ্বান জানান।

বাংলাদেশে তৈরি পোশাক, ওষুধ, সিরামিকসহ বিভিন্ন বিশ্বমানের পণ্য উৎপাদিত হয় উল্লেখ করে এসব পণ্যের আমদানি বাড়াতে কাজ করারও কথা বলেন রাষ্ট্রপতি।
 
সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন। এসময় দায়িত্ব পালনে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com