সিএনএন রাশিয়ায় সম্প্রচার বন্ধ করবে, শুক্রবার রাশিয়ায় একটি নতুন আইন প্রবর্তনের পরে নিউজ চ্যানেল কর্তৃপক্ষ বলেছে যে নতুন আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে “ভুয়া” খবর ছড়ালে যে কাউকে জেলে যেতে হতে পারে।
রাশিয়ান কর্মকর্তারা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিম ইউরোপীয় মিত্রদের মতো রাশিয়ার শত্রুরা দেশের জনগণের মধ্যে বিভেদ বপন করার চেষ্টায় মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে। রাশিয়ার আইন প্রণেতারা ফৌজদারি আইনে সংশোধনী পাস করেছে যাতে “ভুয়া” তথ্য ছড়িয়ে দেওয়াকে জরিমানা বা জেলের শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত নতুন আইনে বলা হয়েছে- ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ প্রমাণ হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নতুন আইন চালুর কারণেই একর পর এক মার্কিন গণমাধ্যম রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করছে। সিএনএন-এর একজন মুখপাত্র বলেছেন, “আমরা পরিস্থিতির মূল্যায়ন এবং পরবর্তী পদক্ষেপগুলি এগিয়ে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত সিএনএন রাশিয়ায় সম্প্রচার বন্ধ রাখবে।”
বিবিসি এবং কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন -এর মত সংবাদ সংস্থাগুলিও আইনটি পাসের পরে রাশিয়া থেকে রিপোর্টিং স্থগিত করেছে।
সিবিএসের একজন মুখপাত্র বলেছেন, তারা ‘নতুন গণমাধ্যম আইনের পরিপ্রেক্ষিতে কর্মীদের পরিস্থিতি পর্যবেক্ষণ’ করে সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যম এবিসিও তাদের সিদ্ধান্তের কারণ হিসেবে নতুন আইনকে দায়ী করেছে।
গণমাধ্যমটি বলেছে, তারাও পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ায় থাকা কর্মীদের নিরাপত্তার ওপর এ আইন কী প্রভাব ফেলে তা নির্ধারণ করার আগে পর্যন্ত সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও রাশিয়া ইউক্রেনে তাদের পদক্ষেপকে “বিশেষ অভিযান” বলে অভিহিত করেছে।
বাংলা৭১নিউজ/এসকে