বিশ্বে তেল সরবরাহকারী দেশগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। তাদের কাছ থেকে ইউরোপের অনেক দেশই তেল আমদানি করে থাকে। কিন্তু ইউক্রেনে রুশ হামলার জের ধরে মস্কোর ওপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব। কেউ কেউ প্রস্তাব করছেন রাশিয়ার তেলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার।
এমন পরিস্থিতির মধ্যেই আজ সোমবার (২১ মার্চ) ক্রেমলিনের (রুশ প্রেসিডেন্টের কার্যালয়) মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউরোপের দেশগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে, সেটি যুক্তরাষ্ট্রকে কোনো প্রভাবিত করবে না। কিন্তু ইউরোপের শক্তির ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করবে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কিছু পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার অংশ হিসেবে তারা এ প্রচেষ্টা করছেন। দিমিত্রি পেসকভ বলেন, ‘তেল নিষেধাজ্ঞা খুবই জটিল বিষয়।’
বাংলা৭১নিউজ/এসএইচ