বাংলা৭১নিউজ,ডেস্ক : গত বছরের নভেম্বরে রাশিয়ার একটি জঙ্গি বিমান ভূপাতিত করার পর মস্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ‘সুনিদ্রিষ্ট কোনো উদ্দেশ্যে থেকে ঐ হামলা চালানো হয়নি।’
গেনলিডের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের এ তৎথ্য জানান।
তিনি বলেন, ‘এরদোগান ঐ ঘটনা নিহত পাইলটের পরিবারের প্রতি সহানুভূতি এবং গভীর সমবেদনা জানিয়েছেন, সেই সাথে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।’
এরদোগান আরো বলেছেন, ‘তিনি রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সম্বভ সব কিছু করবেন।’
এ ঘটনার পর, ক্রেমলিন এক বিবৃতিকে স্বীকার করে নিয়েছে যে, উদ্দেশ্য মুলকভাবে ঐ বিমান ভূপাতিত করা হয়নি।
এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন তুর্কী নেতার দুঃখ প্রকাশ করার কথা স্বীকার করেছেন।
গত বছরের নভেম্বরে তুর্কী সীমান্তের কাছে সিরিয়ায় রাশিয়ার একটি বিমান ভূপাতিত করার পর মস্ক ও আঙ্কারার সম্পর্কের চরম অবনতি ঘটে।
এরপর সম্পর্ক সাভাবিক করার পুর্ব শর্ত হিসেবে রাশিয়া তুরস্কের কাছ থেকে ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণের দাবি করে আসছিল।
তুরস্ক বলেছিল, রাশিয়ার ঐ বিমানটি তাদের আকাশসীমা লঙ্গন করেছিল।
আজকের এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তুরস্ক ও রাশিয়া সম্পর্ক স্বভাবিক করার উদ্যোগ নিয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস