বাংলা৭১নিউজ, কক্সবাজার প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে আজ বুধবার দুপুরে রামুতে সশস্ত্র হামলার শিকার হয়েছেন সাংবাদিক আব্দুল মালেক সিকদার।
তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার করার দাবি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। হামলাকারিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী বিএমএসএফ’র।
বিএমএসএফ’র নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের আহবান জানান। তা্রা বলেন, আর কত সাংবাদিক নির্যাতন আর নিধন হলে আইনটি প্রণয়ন করা হবে। তারা সাংবাদিক আব্দুল মালেক সিকদারের ওপর হামলাকারিদের দ্রুত গ্রেফতারে স্বরাস্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।
বাংলা৭১নিউজ/আরএম