বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল খায়ের জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিক পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। এসময় জোয়ারিয়ানালার বার্মা পারা পর্যন্ত পৌঁছালে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লাগে। সাথে সাথে বাসটি রাস্তার পাশে একটি ডোবাতে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত এবং ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত-নিহতের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/আরএম