বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারে রামু উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রশিদ প্রকাশ খোরশেদ (৩০)।
মঙ্গলবার মধ্যরাতে মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকার রাবারবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত খোরশেদ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।
এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল এবং একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া জানান, মোটরসাইকেলে ইয়াবা নেয়ার সময় রামুর জোয়ারিয়ানালা এলাকায় ওই রোহিঙ্গা যুবককে চ্যালেঞ্জ করলে ডিবিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে ডিবিও পাল্টা গুলি চালায়।
কিছুক্ষণ পর গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই রোহিঙ্গা যুবকের মরদেহ পাওয়া যায়। এরপর ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসআর