বাংলা৭১নিউজ,ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের এলাকায় অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে এই এলাকার অবস্থা স্বাভাবিক থাকলেও দুপুর থেকে রাস্তায় নেমেছে চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্রিজ ও আশেপাশের সড়কে অবস্থান নেয়।প্রতিষ্ঠানগুলো হলো ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং ফয়জুর রহমান কলেজ।
শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ থেকে প্রগতি সরণি পর্যন্ত পুরো রাস্তা অবরোধ করে রেখেছে। তারা রাস্তায় যান চলাচল বন্ধ করে নিরাপদ সড়কের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে দুর্ঘটনায় নিহত আবরারের ঘাতকদের বিচার দাবি করেন। তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স এবং অসুস্থ রোগি বহনকারী কোন যানবাহন আটকাচ্ছে না।
শিক্ষার্থীদের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসই