বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- নাসির হোসেন (২৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কালীনগর গ্রামের আনসার আলীর ছেলে এবং আসাদুর রহমান (৩২) রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে।
রামপাল থানা পুলিশের ওসি মো. লুৎফর রহমান বলেন, শনিবার রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে ওই দুই শ্রমিক আহত হয়। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন রাতেই তারা চিকিৎসাধীন মারা যান।
এর আগে ৩ মার্চ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কনটেইনারের নিচে চাপা পড়ে এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামে দুই শ্রমিক নিহত হন।
বাংলা৭১নিউজ/এএস