বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘আইএস’র পক্ষে পাঠানো কম্পিউটার টাইপ ও হাতের লেখায় হুমকিসংবলিত চিঠিটি বুধবার সন্ধ্যায় মিশনে পৌঁছে।
ওয়ারি থানায় করা ওই ধর্মগুরুর সাধারণ ডায়েরিতে (জিডি) থেকে এই তথ্য জানা গেছে।
থানার এসআই মনির আহমেদ সাংবাদিকদের বলেন, রাত ৯টার দিকে মিশনের ওই ধর্মগুরু হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডিটি করেছেন।
চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে।
তিনি জানান, চিঠিতে ওই ধর্মগুরুর উদ্দেশে বলা হয়- বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে।
কোন মাসের ২০ থেকে ৩০ তারিখ সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ নেই।
রামকৃষ্ণ মিশনের ওই ধর্মগুরুর নামে আসা চিঠিটির খামের ওপরে প্রেরকের ঠিকানায় এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমন্ডি, ঢাকা রয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস