রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় হিমেল নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক-হেলপারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন মতিহার জোনের এডিসি মো. একরামুল হক বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ট্রাকচালক টিটু (৩৫) ও এক হেলপারকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’
এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এছাড়া ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে সহপাঠী হত্যার বিচার দাবি করেন।
বাংলা৭১নিউজ/এবি