বাংলা৭১নিউজ,রাবি প্রতিনিধি: দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষকে ২৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘আমার মা জাহানারা জামান সবসময় উচ্চশিক্ষাকে উৎসাহিত করেছেন। তাঁর জীবনের সঞ্চয় থেকেই এই বৃত্তি প্রদান করা হচ্ছে। আগামীতে বৃত্তি হিসেবে আরও বেশি অর্থ প্রদান এবং বৃত্তি প্রদানের পরিধি বাড়ানো হবে। যাতে বৃত্তি পাওয়ার মাধ্যমে অস্বচ্ছল শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।’
উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেকে বন্ধু ছিলেন। কিন্তু জীবন-মরণের সাথী ছিলেন শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা। দেশের জন্য তাঁদের মতো মানুষ যা করে গেছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা সারাজীবন মনে রাখবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি, আইন, ইতিহাস, মনোবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য চিরতরে দানকৃত ২৫ লাখ টাকা দিয়ে বৃত্তি তহবিল প্রতিষ্ঠিত হলো। এই দানের অর্থ থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকে উল্লিখিত ৫টি বিভাগের ৫ জন শিক্ষার্থীকে মাসিক তিন হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ