রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আজ সকালে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ^বিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

এবিষয়ে অধ্যাপক এম এ বারী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পুত্র-সন্তানের পাশাপাশি নাতি-নাতনিরাও কোটার অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি।

বিশ^বিদ্যালয় একাডেমিক কমিটির উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন জানান, ২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে এস.এস.সি/সমমান এবং ২০১৬, ২০১৭ সালে এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

এদিকে আবেদনে যোগ্যতাও শিথিল করা হয়েছে। জানা যায়, মানবিক বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৩ পয়েন্টসহ মোট ৭ (৪র্থ বিষয়সহ), বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৩.৫ সহ মোট ৭.৫ (৪র্থ বিষয়সহ), বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৩.৫ সহ মোট ৮ পয়েন্ট (৪র্থ বিষয়সহ) থাকা আবশ্যক।

এর আগে গত ৩ আগস্ট দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করে বিশ^বিদ্যালয় ভর্তিপরীক্ষা উপ-কমিটি। পরে সভায় পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়। ভর্তি পরীক্ষা বিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ৎঁ.ধপ.নফ তে পাওয়া যাবে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com