বাংলা৭১নিউজ,রাবি প্রতিনিধি: থিয়েটার পত্রিকা ‘আনর্ত’ এক ব্যতি্ক্রমধর্মী নাট্যমেলার আয়োজন করতে যাচ্ছে। আজ শনিবার সকাল দশটায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ‘আনর্ত আঙ্গিনায়’ এক সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই মেলা সম্পর্কে অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টায় আনর্ত আঙ্গিনায় এক সূচনাপর্বের মধ্য দিয়ে শুরু হবে এই মেলা। উদ্বোধনী এ পর্বে রাবি উপাচার্য অধ্যাপক অধ্যাপক এম. আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক আনন্দ কুমার সাহা , নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী,বিপ্লব বালা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মেলার প্রথম দিন সোমবার দুপুর পৌনে ১২টা থেকে ১২টা পর্যন্ত নাট্যমেলা শিল্পযাত্রা, দুপুর ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত ‘থিয়েটারের নেপথ্য ও প্রত্যক্ষ মানুষ : উপেক্ষায় সম্ভাবনার সূত্র’ শীর্ষক ‘আনর্তবৈঠক-১’ অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ২টা থেকে ২টা পর্যন্ত চলবে আনর্ত-স্বীকৃতি প্রদান অনুষ্ঠান।
এনপর বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে ‘মনো-দেহের রূপায়ণ অভিজ্ঞতায় মণিপুরী ‘রাসনৃত্য’ একটি জাতিতাত্ত্বিক নাট্যকলা অনুসন্ধান’ শীর্ষক ‘নাট্যকথা-১’। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মোনালিসা চ্যাটার্জীর উপস্থাপনায় অনুষ্ঠিত হবে ‘বাংলা থিয়েটারে নারী অস্তিত্বের সংগ্রাম : আরশী ও মনসামঙ্গল’ শীর্ষক ‘নাট্যকথা-২’।
আনর্ত সম্পাদক ও নাট্যকলা বিভাগের সভাপতি আতাউর রহমান রাজু বলেন, আমার জানামতে দেশে অনেক নাট্য উৎসব হয়েছে কিন্তু কোথাও নাট্যমেলা হয় নি। নিঃসন্দেহে দেশে তথা রাবি ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।
বাংলা৭১নিউজ/এমকে