বাংলা৭১নিউজ,(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় রান্নাঘর থেকে ঝুলন্ত অবস্থায় তরিকুল ইসলাম (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কৈলাটি ইউনিয়নের হাপানিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরিকুল ইসলাম কলমাকান্দা উপজেলার হাপানিয়া গ্রামের মো. খোকন মিয়ার ছেলে এবং কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বাড়ির লোকজন রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় তরিকুলের মরদেহ দেখতে পান। ঘটনার পর প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বৃহস্পতিবার সকালে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেডএ