বাংলা৭১নিউজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: হেলথ সিস্টেম স্ট্রেন্দেনিং কার্যক্রমের আওতায় স্বাস্থ্য মন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৭ (স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করণ) ঢাকা বিভাগের মধ্যে রানার্সআপ হয়েছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০শষ্যা বিশিষ্ট হাসপাতাল)।
ঢাকার হোটেল লি মেরিডিয়াননে গত ১৫ ফেব্রুয়ারী একঅনারম্ভ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রীর হাত থেকে এ পুরস্কার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ এহসানউল করিম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জাকারিয়া আল আজিজ জানান, সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর-আউট ডোর ও জরুরী বিভাগে চিকিৎসা ও সেবারমান, টিকাদান কর্মসূচী,পরিস্কার পরিছন্নতা, খাবারের মানসহ হাসপাতালের সার্বিক কার্যক্রমের উপর স্বাস্থ্য মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ আরো দুটি সংস্থার প্রতিনিধিরা পরিদর্শন করেন। এসব সংস্থার প্রতিনিধিদের প্রতিবেদনে উপর ঢাকা বিভাগের ১৭টি জেলার মধ্যে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় এবং সারা দেশের মধ্যে ৯ম হয়েছে।
ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় ১৯৬২ সালে মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার জন্য এ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৫০ শষ্যায় উন্নতি হয়েছে। এখানে শিশু ও প্রসূতি মায়েদের জন্য রয়েছে ২০ বেডের আলাদা চিকিৎসা কক্ষ শুধু তাই নয় রয়েছে কেবিন।
বাংলা৭১নিউজ/জেএস