বাংলা৭১নিউজ, চামেলী হোসেন: রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ফেইজবুক বন্ধ রাখার জন্য মতামত চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেয়া হয়েছে।আজ মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এর কাছে মতামত চেয়ে এই চিঠি দেয়া হয়।চিঠিতে উল্লেখ করা হয়েছে ছেলেমেয়েদের মানুষিক বিকাশ ও লেখাপড়ার স্বার্থে বাংলাদেশে রাত ১২ থেকে ভোর ৬ টা পর্যন্ত ফেইজবুক বন্ধ রাখার মতামত চাওয়া হয়।সংশ্লিষ্ট বিভাগ চিঠিটি বিটিআরসি-তে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস