উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে লিগ ওয়ান জায়ান্টস প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে এগিয়ে থাকা লিভারপুল। বাংলাদেশ সময় রাত দুইটায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে পিএসজির মাঠ পার্ক ডি প্রিন্সেসে।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় সমানে সমান পিএসজি আর লিভারপুল। দুই দল মুখোমুখি হয়েছে চারবার, জয় দুটি করে। গোলও সমান ছয়টি করে। আজ যেহেতু পিএসজির ঘরের মাঠে খেলা তাই এদিক থেকে তাদের এগিয়ে রাখা যায়।
গ্রুপ পর্বের শীর্ষে থাকা লিভারপুলকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, কারণ তারা এমন এক পিএসজি দলের বিপক্ষে খেলতে যাচ্ছে, যারা তাদের আগের ২০টি ম্যাচের মধ্যে ১৯টিতে জয় পেয়েছে। গত সপ্তাহান্তে চ্যাম্পিয়নস লিগের আরেক প্রতিযোগী লিলেকে হারিয়ে নিজেদের টানা ১০ম জয় নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটি এবং স্টুটগার্টের বিপক্ষে জয়ের পর প্লে-অফে ব্রেস্টকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে উঠে এসেছে পিএসজি।
অন্যদিকে, লিভারপুল এফএ কাপে প্লাইমাউথের বিপক্ষে অবিশ্বাস্যভাবে পরাজিত হয়ে ছিটকে যাওয়ায় তারা সপ্তাহান্তে বিশ্রামের সুযোগ পেয়েছে। তবে, এর আগে সাত দিনের মধ্যে তিনটি কঠিন প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠে নামতে হয়েছিল তাদের।
প্রধান প্রতিদ্বন্দ্বী আর্সেনালের ধারাবাহিক ব্যর্থতার ফলে, তারা এখন প্রিমিয়ার লিগের শীর্ষে ১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। একই ব্যবধানে পিএসজিও লিগ ১-এর শীর্ষস্থান দখল করে আছে।
এদিকে শেষ ষোলোর লড়াইয়ে বেনফিকার মাঠে খেলতে গেছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখ ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ এরেনায় লড়বে লেভারকুসেনের বিপক্ষে। আরেক ম্যাচে ফেইনুর্ডের মাঠে খেলবে ইন্টার মিলান।
বাংলা৭১নিউজ/এসএইচ