বাংলা৭১নিউজ, ঢাকা: চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আনুষ্ঠানিকভাবে না জানালেও দলীয় সূত্র বলছে, শনিবার বিএনপি নেত্রী লন্ডনে যাবেন। চোখ ও হাটুর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তিনি। লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া। তবে লন্ডন সফর শেষে খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনো চূড়ান্ত হয়নি। চিকিৎসা এবং তারেক রহমানের সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েই দেশে ফিরবেন বিএনপি নেত্রী।
একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার লন্ডন সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন দলে নেতা-কর্মীরা। এতে ভবিষ্যতে দলের গতিপথ, নির্বাচন, সহায়ক সরকার নিয়ে দলের অবস্থানসহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত বছর ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। সেখানে তিনি চোখ ও বাতের চিকিৎসা নেন। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান শেষে গত বছরের ২১ নভেম্বর দেশে ফেরেন।
বাংলা৭১নিউজ/সিএইস