বাংলা৭১নিউজ,ঢাকা: দলের ভাইস চেয়ারম্যানদের নিয়ে রাতে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
নতুন নির্বাহী কমিটি ঘোষণার পর দলের এই পর্যায়ের নেতাদের সঙ্গে এটিই প্রথম বৈঠক হচ্ছে বিএনপি নেত্রীর।
আজ রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারি রাতে এই বৈঠক হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়া জানাতে ২০ দলীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের কারণে এই বৈঠক পিছিয়ে দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/সিএইস