চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীর বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত ছিল।
শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল্লাহ আল মামুন ওই এলাকার মহিউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে মামুনের মোবাইল বন্ধ ছিল। রাতেও তিনি বাড়িতে ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, ‘মির্জাপুর ইউনিয়ন এলাকা থেকে শনিবার সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বাংলা৭১নিউজ/বিএফ