বাংলা৭১নিউজ, ডেস্ক: বার্সেলোনা আজ রাতে মৌসুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে , প্রতিপক্ষ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার সিটি।
জয় দিয়েই এবারের প্রাক-মৌসুম শুরু করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে গত শনিবার সেল্টিককে হারায় ৩-১ গোলে।
সুইডেনের সোলনা ফ্রেন্ডস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। সরাসরি দেখাবে সনি ইএসপিএন।
সেল্টিকের বিপক্ষে বার্সা তরুণদের নিয়ে মাঠে নামলেও দলে ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তারা কেউই অবশ্য গোল করতে পারেননি।
আজ লেস্টারের বিপক্ষে মাঠে নামতে পারেন আরো দুই সিনিয়র খেলোয়াড়- হাভিয়ের মাশচেরানো ও সার্জিও বুস্কেটস।
গত মৌসুমে ক্লাবের ১৩৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতা লেস্টার অবশ্য ভালো অবস্থায় নেই।
প্রাক-মৌসুমে নিজেদের সর্বশেষ ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এবার বার্সার সামনেও তাদের বড় পরীক্ষাই দিতে হবে।
এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল বার্সা-লেস্টার। ২০০৩ সালের সেই প্রীতি ম্যাচে লুইস এনরিকের নেতৃত্বাধীন বার্সা লেস্টারকে হারিয়েছিল ১-০ গোলে। একমাত্র গোলটি করেছিলেন হাভিয়ের স্যাভিওলা।
বাংলা৭১নিউজ/সিএইস