সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা। সম্প্রতি লন্ডনের একটি ক্লাব থেকে বের হওয়ার সময় পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েছেন হাস্যউজ্জল সুহানা। এ সময় তার সঙ্গে ছিলেন বিগ বি অবিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সুহানা এবঙ অগস্ত্য লন্ডনের ওই ক্লাবে বেদান্ত মহাজনের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন।
রাতের ওই পার্টিতে সুহানা পরেছিলেন সাদা টি শার্ট আর নীল জিন্স। অগস্ত্য নন্দাকে দেখা গেছে কালো শার্টে। সাদা কালোর এই মিশেলে তাদের সম্পর্ক যে রঙিন হয়ে উঠেছে এটা বুঝতে আর কষ্ট হচ্ছে না নেটিজেনদের।
উল্লেখ্য, ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে ডেবিউ করার পর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথাই বলেননি সুহানা।
বাংলা৭১নিউজ/এসএইচ