বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের রাণীবাড়ি চাঁদপুর এলাকার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার বিকেলে রাণীবাড়ি চাঁদপুর কফি মোড় হইতে নেফাউরের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা এইচবিবি করণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।
এ রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ লাখ টাকা।
এ উপলক্ষে চককীত্তি উনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাণীবাড়ি চাঁদপুর ফুটবল মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে চককিত্তী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ সাদিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক শ্রী বাদলসহ অন্যরা।
বাংলা৭১নিউজ/জেএস