বাংলা৭১নিউজ,ঢাকা: দুই বাসের চাপায় হাত খোয়ানো কলেজছাত্র রাজীব হাসানকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজীবকে দেখতে দিয়ে মন্ত্রী এ আশ্বাস দেন। তিনি চিকিৎসকদের কাছে তাঁর চিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজীবের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। এমনকি বেসরকারি যে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন রাজীব, সেই হাসপাতালের বিলও সরকার দেবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘সাত সদস্যের (বোর্ড) চিকিৎসকরা কাজ করছেন এবং তাকে আমরা সব সহায়তা দেবো। সে সুস্থ হলে আমি চেষ্টা করব আমার একটি সংস্থায় তাকে চাকরি দেওয়ার। মানবিক কারণেই তাকে সাহায্য করছি। তার তো কেউ নাই।’
এদিকে, রাজীবের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডান হাত হারানোর ঘটনায় বাঁ হাত ও মাথায়ও আঘাত পেয়েছেন।
গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে হাত খোয়ান রাজীব। তিনি তিতুমীর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিআরটিসির দোতলা বাসের ফটকে দাঁড়িয়ে যাচ্ছিলেন রাজীব। এ সময় স্বজন পরিবহনের বাসটি ওভারটেক করার চেষ্টা করে। দুই বাসের চাপে বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের হাত।
বাংলা৭১নিউজ/জেএস